সনদ জালিয়াতি, গৃহায়ন কর্তৃপক্ষের সাধারণ সম্পাদক দেলোয়ারকে থানায় সোপর্দ

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩ | ১১:২৫ | আপডেট: ০১ আগস্ট ২০২৩ | ১১:২৫
সনদ জালিয়াতির অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সিবিএ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে থানায় সোপর্দ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
মঙ্গলবার দেলোয়ার হোসেনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। অনেকে এর থেকে প্রতিকার চায়। জমি নিয়ে সেখানে বেশি কাজ। সেখানে কিছু লোকের কাছে মানুষ জিম্মি। বিশেষ করে সেখানকার সিবিএ নেতা দেলোয়ার হোসেনের কাছে।
তিনি আরও বলেন, দেলোয়ারের এসএসসির সার্টিফিকেট জাল। তদন্তের জন্য তার সার্টিফিকেট চাওয়া হয়। তবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ তা পাঠাতে পারেনি। উচ্চমান সহকারী হতে হলে এইচএসসি পাস হতে হবে। এসএসসিতে তার বাবার নাম ছিল আব্দুর রহিম আর এইসএসসিতে ছিল শিশু মিয়া। তিনি নিজেই তার বাবার নাম পরিবর্তন করেছেন।