‘আঁখির মৃত্যুর দায় সেন্ট্রাল হাসপাতাল ও চিকিৎসকেরা এড়াতে পারেন না’

মাহবুবা রহমান আঁখি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩ | ০১:০০ | আপডেট: ০৪ আগস্ট ২০২৩ | ০১:০০
চিকিৎসাধীন অবস্থায় প্রসূতি মাহবুবা রহমান আঁখির মৃত্যু দায় সেন্ট্রাল হাসপাতাল এড়াতে পারে না বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণ বিএমডিসির নিবন্ধন নবায়ন না থাকার পরেও প্রতিষ্ঠানটি অবৈধভাবে চিকিৎসকদের সেবা করার সুযোগ দিয়েছে। হাসপাতালের পাশাপাশি তিনজন চিকিৎসক এবং আঁখির স্বামী ইয়াকুবকেও মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে।
গত ২ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে এসব বিষয় উল্লেখ করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনের আলোকে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের অবকাঠামো, জনবল, যন্ত্রপাতি ও চিকিৎসা পদ্ধতিতে কোনো অসামঞ্জস্য রয়েছে কি না তা যাচাই করে ব্যবস্থা নিতেও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে।
তদন্ত কমিটি তাদের মতামতে উল্লেখ করেছে, প্রয়াত মাহাবুবা রহমান আঁখির চিকিৎসাজনিত ত্রুটির ক্ষেত্রে ডা. সংযুক্তা সাহার অনৈতিক কর্মকাণ্ড দায়ী। তিনি সংশ্লিষ্ট রোগী ও তার অভিভাবককে স্বাভাবিক প্রসবের পক্ষে অতিরঞ্জিত সামাজিক যোগযোগ মাধ্যমে প্রচারণামূলক ভিডিওর মাধ্যমে আকৃষ্ট করেছেন।