ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রতি লাখ জাল টাকা ১০-১২ হাজারে বেচত তারা

প্রতি লাখ জাল টাকা ১০-১২ হাজারে বেচত তারা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ১৮:০০

জাল টাকা ও ভারতীয় জাল রুপি তৈরির সরঞ্জামসহ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর লালবাগ ও কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রতি লাখ জাল টাকা ১০ থেকে ১২ হাজার ও প্রতি লাখ রুপি ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি করত চক্রটি।

গ্রেপ্তাররা হলো সাজ্জাদ হোসেন রবিন, মাহি ও সাদমান হোসেন হৃদয়। তাদের কাছ থেকে ১০ লাখ ২০ হাজার টাকার জাল নোট, এক লাখ মূল্যের জাল রুপি এবং জাল টাকা তৈরিতে ব্যবহৃত প্রিন্টার, কালি ও কাগজ জব্দ করা হয়।

ডিএমপির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার জাফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় লালবাগ থানার আরএনডি এলাকা থেকে জাল টাকা তৈরি চক্রের সদস্য মাহিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে হৃদয় ও রবিনকে ধরা হয়। তারা দুই ভাগে ভাগ হয়ে কাজ করত।

আরও পড়ুন

×