ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে হিরোশিমা স্মরণে প্রদর্শনী

মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে হিরোশিমা স্মরণে প্রদর্শনী

উদ্বোধনের পর প্রদর্শনী ঘুরে দেখেন বাংলাদেশের জাপানি দুতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মাচিদা তাৎসুয়া - সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩ | ১৬:০৫ | আপডেট: ০৭ আগস্ট ২০২৩ | ১৬:০৫

প্রতি বছরের মতো এবারও নবীন শিক্ষার্থীদের নিয়ে হিরোশিমা দিবস পালন করেছে মুক্তিযু্র জাদুঘর। সোমবার এ উপলক্ষে জাদুঘর মিলনায়তনে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। সপ্তাহব্যাপী চলবে এ প্রদর্শনী।

প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশের জাপানি দুতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মাচিদা তাৎসুয়া। দিবসটি উপলক্ষে মুক্তিযু্র জাদুঘরে আলোচনা, পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরের উপর পারমাণবিক বোমা বর্ষণে হাজারো মানুষের প্রাণহানি ঘটে। পরবর্তীকালে পারমাণবিক বিকিরণে আরও অনেকের সঙ্গে কিশোরী সাদাকো সাসাকিরও জীবনাবসান হয়। সাদাকো স্মরণে কাগজ কেটে সাদা সারস বানিয়ে বিশ্বব্যাপী কিশোর-কিশোরীরা শান্তির সপক্ষে হিরোশিমা দিবস পালন করে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের জাপানি দুতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মাচিদা তাৎসুয়া। তিনি বাংলাদেশের মানুষের কাছে যুদ্ধ ও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার বার্তা পৌঁছে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়তে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও এসওএস শিশুপল্লীর ছাত্রছাত্রীরা শান্তির প্রতীক সাদা সারস তৈরি করে জাদুঘর-অঙ্গন সজ্জিত করে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে মিরপুর গার্লস আইডিয়াল ইনিস্টটিউট ও ভাষানটেক স্কুল এন্ড কলেজ। পরে হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়ামের সহযোগিতায় পোস্টার ও নওয়াজেশ আহমেদের ধারণকৃত আলোকচিত্রের সপ্তাহব্যাপী বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

আরও পড়ুন

×