বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানি শুরু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩ | ১৫:১৩ | আপডেট: ০৮ আগস্ট ২০২৩ | ১৫:১৪
দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের ওপর আংশিক শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আকতারুজ্জামানের আদালতে শুনানি শুরু হয়।
এদিন দুদকের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল অভিযোগ গঠনের শুনানি শুরু করেন। তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ শুনানির আর্জি জানান। এর পর পেট্রোবাংলার সাবেক পরিচালক মঈনুল আহসানের পক্ষে অব্যাহতির আবেদনের ওপর শুনানি করেন। তবে এ দিন শেষ না হওয়ায় আগামী ২৬ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন আদালত। অসুস্থ খালেদা জিয়ার পক্ষে আদালতে হাজিরা দিয়েছেন তাঁর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং ১৫৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাঁর মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই বছরের ৫ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সংস্থাটি। এরই মধ্যে সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহম্মদ মুজাহিদ ও ব্যারিস্টার আমিনুল হকসহ কয়েকজনের মৃত্যু হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এতে মামলার আসামি সংখ্যা কমে সাতজনে দাঁড়িয়েছে।
- বিষয় :
- বড়পুকুরিয়া
- দুর্নীতি
- খালেদা জিয়া