বেসিক ব্যাংক
৫৮ মামলায় আগাম জামিন চেয়েছেন সাবেক চেয়ারম্যান বাচ্চু

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ১৬:১৫ | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ | ১৬:১৫
বহুল আলোচিত বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির ৫৮ মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ জামিন আবেদন দাখিল করা হয়েছে। হাইকোর্টের এফিডেভিট শাখার এক কর্মকর্তা বাচ্চুর জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বুধবার সমকালকে জানান, ৫৮ মামলায় বাচ্চু আগাম জামিন চেয়েছেন। দুদক থেকে তাকে জানানো হয়েছে। হাইকোর্টের একটি বেঞ্চে বৃহস্পতিবার শুনানি হতে পারে বলে জানা গেছে।
জানা যায়, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ আবদুল হাই বাচ্চুর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গত ১৫ জুন পুলিশের বিশেষ শাখায় (এসবি) এ-সংক্রান্ত চিঠি দিয়েছে দুদক। ওই চিঠিতে, তিনি যেন বিদেশ যেতে না পারেন সে বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ পুলিশ সুপারকে বিশেষভাবে অনুরোধ করা হয়।
এদিকে, বেসিক ব্যাংকের ২ হাজার ২৬৫ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাৎ ও পাচার কেলেঙ্কারির ঘটনায় করা ৫৯ মামলায় ১৪৭ জনের বিরুদ্ধে গত ১২ জুন অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন দিয়েছে দুদক। একটি ছাড়া বাকি ৫৮ মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে চার্জশিটভুক্ত আসামি করা হয়। ব্যাংকের চেয়ারম্যানসহ ৪৬ কর্মকর্তা এবং বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীসহ চার্জশিটভুক্ত এবং তদন্তে নাম আসা আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
৪ জনকে গ্রেপ্তার করতে পারবে দুদক:
এর আগে গত ৩ আগস্ট বেসিক ব্যাংক জালিয়াতির ঘটনায় ২০ মামলায় ৪ আসামিকে ৬ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে দুদকের পক্ষ থেকে আবেদন করা হলে বুধবার চেম্বার আদালত হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। এর ফলে ওই চারজনকে গ্রেপ্তার করতে পারবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। তারা হলেন- ব্যাংকের প্রধান কার্যালয়ের এজিএম সাদিয়া আক্তার শাহীন ও মো. জালাল উদ্দিন, গুলশান শাখার এজিএম রুমানা আহাদ এবং মতিঝিল স্থানীয় শাখার এজিএম এ এস এম আনিসুর রহমান।