রাজনৈতিক সদিচ্ছা না থাকলে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ড. ইফতেখারুজ্জামান

শেকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ১৪:৪৮ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ১৪:৪৮
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে শনিবার আয়োজিত আন্তঃ ইয়েস দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ প্রতিযোগিতা হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস গ্রুপ) শেকৃবি এ প্রতিযোগিতা আয়োজন করে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, আমাদের সরকারপ্রধান বারবার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা ঘোষণা করেন। এটি শুধু কাগজে-কলমে থাকলে হবে না। যাদের বাস্তবায়ন করার কথা, তারাই দুর্নীতিতে যুক্ত থাকলে তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
তিনি বলেন, এজন্য দুর্নীতি রোধে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এর বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে দুর্নীতি নিয়ন্ত্রণ জরুরি।
দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ভূমিকার কথা তুলে ধরে ইফতেখারুজ্জামান আরও বলেন, বাংলাদেশের ইতিহাস তরুণদের সাফল্যের ইতিহাস। সব সংগ্রামে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন দুর্নীতির বিরুদ্ধে তাদের ভূমিকা রাখতে হবে।
ঢাকাভিত্তিক ১২টি ইয়েস গ্রুপের বিতর্ক প্রতিযোগিতায় ফাইনাল পর্বে অংশ নিয়ে বিজয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ইয়েস গ্রুপ এবং রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইয়েস গ্রুপ। সেরা বক্তা নির্বাচিত হয়েছেন– বিরোধীদলীয় উপনেতা ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ইয়েস গ্রুপের সদস্য রকিব মিয়া।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ফরহাদ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন শেকৃবি ইয়েস গ্রুপের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হারুন-উর-রশীদ এবং টিআইবির পরিচালক সিভিক এনগেজমেন্ট ফারহানা ফেরদৌস।