বিদেশি পর্যবেক্ষক নীতিমালা সংশোধনে সংশ্লিষ্টদের অংশগ্রহণ চায় টিআইবি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১৬:৪০ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ১৬:৪০
জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা সংশোধনে নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে অংশীজনের মত নেওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে এক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মী এবং আন্তর্জাতিক চর্চার আলোকে নীতিমালাটি সংশোধনের আহ্বান জানানো হয়েছে।
রোববার টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে এ আহ্বান জানান।
এতে আরও বলা হয়, ২০১৮ সালের সংসদ নির্বাচনে ভিসা জটিলতার কারণে বিদেশি পর্যবেক্ষকদের স্বল্পসংখ্যক উপস্থিতি ও বিতর্কিত ভূমিকা নির্বাচন প্রক্রিয়াকে কলুষিত করেছিল।
বিদ্যমান নীতিমালাটি অবশ্যই সংশোধন করতে হবে– এমন মন্তব্য করে তিনি বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের অবাধ উপস্থিতি ও স্বাধীনভাবে বিচরণের সুযোগ অপরিহার্য। এক্ষেত্রে শুধু সরকারি প্রতিষ্ঠানের মতামতনির্ভর সিদ্ধান্তের মাধ্যমে বিধিনিষেধমূলক নীতিমালা প্রণয়ন করলে ইসির ওপর চলমান আস্থার সংকট আরও গভীর হবে। অন্যদিকে বিদেশি পর্যবেক্ষকদের আবারও নিরুৎসাহিত করবে।
বিবৃতিতে ইফতেখারুজ্জামান আরও বলেন, বিদেশি পর্যবেক্ষকদের অবাধ উপস্থিতি লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিতের গুরুত্বপূর্ণ মাধ্যম। নির্বাচন সুষ্ঠু করার দায় এককভাবে ইসির নয়। অন্যদিকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনেও কমিশনের সাংবিধানিক দায়িত্ব ও বাধ্যবাধকতা ভুলে গেলে চলবে না। তাই সংশ্লিষ্ট বিষয়ে দলনিরপেক্ষ বিশেষজ্ঞ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও অন্যান্য অংশীজনের মতামত এবং এক্ষেত্রে বিগত দিনে বাংলাদেশের ইতিবাচক ও নেতিবাচক অভিজ্ঞতাসহ আন্তর্জাতিক চর্চার আলোকে নীতিমালাটি ঢেলে সাজাতে হবে।