আরও ১৬ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩ | ১২:৩৩ | আপডেট: ২৩ আগস্ট ২০২৩ | ১২:৩৩
আরও ১৬টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ভবন উদ্বোধন করেন। দেশের ৩ বিভাগের ৮ জেলার ১৬টি উপজেলায় এ কমপ্লেক্স উদ্বোধন করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এ ভবন নির্মাণ করা হয়েছে।
উপজেলাগুলো হলো- চাঁদপুর জেলার মতলব (দক্ষিণ), লক্ষ্মীপুর সদর, কমলনগর, রায়পুর, ফেনীর ছাগলনাইয়া, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, হবিগঞ্জের চুনারুঘাট, সুনামগঞ্জের সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, শাল্লা, কুড়িগ্রামের উলিপুর ও চর রাজিবপুর।
অনুষ্ঠানে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, একাত্তরের পরাজিত শক্তি আবার যেন ক্ষমতায় আসতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অশুভ শক্তিকে মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী। সভা পরিচালনা করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রণজিত কুমার দাস।
এর আগে গত ২০ আগস্ট দেশের ১৭ উপজেলায় ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’ উদ্বোধন করা হয়।