বিভাগের শিক্ষার্থীদের সহায়তা দেবে ঢাবির ইইই অ্যালামনাই, দরখাস্ত আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩ | ১৭:২৩ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ | ১৭:২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এ জন্য শিক্ষার্থীদের থেকে দরখাস্ত আহ্বান করেছে সংগঠনটি। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক জুনায়েবুর রশীদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাবির ইইই বিভাগের প্রথম বর্ষের আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিভাগীয় অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। সংগ্রহ করা ফরম পূরণের পর দরকারি কাগজসহ আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে বিভাগীয় অফিস বা শিক্ষক আহসান হাবিবের কাছে জমা দিতে হবে।
আবেদনকারী শিক্ষার্থীকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের হতে হবে এবং সহায়তার প্রয়োজনীয়তা প্রমাণ করতে হবে। নির্ধারিত সময়ের পরে আবেদন জমা নেওয়া হবে না। জমা দেওয়া কাগজ যাচাই-বাছাই করে প্রার্থী নির্বাচন করা হবে। আবেদন পদ্ধতি, যোগ্যতা ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে আহসান হাবিবের সঙ্গে [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।