হত্যা ও নাশকতাসহ ২৫ মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার সাদেকুল ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩ | ১৮:৫০ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ | ১৮:৫০
হত্যা, উগ্রবাদ ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগের ২৫টি মামলার আসামি সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। রোববার রংপুরের পীরগাছা রেলস্টেশন এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, হত্যা মামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ২৫টি মামলা রয়েছে তার নামে। এসব মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি তিনি। দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার নশরতপুর মকবুল হোসাইন মুন্সীর ছেলে সাদেকুল।
তিনি বলেন, সাদেকুলের বিরুদ্ধে দিনাজপুরের চিরিরবন্দর থানায় ২৫টি মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি ২০১৬ সাল থেকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে জানিয়েছেন এটিইউয়ের পুলিশ সুপার ছানোয়ার হোসেন।
- বিষয় :
- গ্রেপ্তার
- নাশকতামূলক কর্মকাণ্ড
- আসামি
- এটিইউ