জনগণকে বেছে নিতে হবে তারা কী চান: প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ছবি-ফোকাস বাংলা)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩ | ১১:৩৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২৩ | ১২:০৩
দেশে হচ্ছে কী? কী হবে- এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণকে বেছে নিতে হবে তারা কী চান। সরকারের সব উন্নয়ন প্রকল্প জনগণের কাজে লাগছে। এসবের সুফল তো জনগণের জন্য।
তিনি বলেন ১৬ বছর আগে দেশ কোথায় ছিল, আজ কোথায় আছে। এত দ্রুত সময়ে এত কাজ করা কীভাবে সম্ভব। আওয়ামী লীগ এটা পেরেছে। কারণ এগুলো নিয়ে আমাদের সুদূরপ্রসারী নীতিমালা আছে।
মঙ্গলবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সরকারপ্রধান বলেন, মাছ, মাংস, বিদ্যুৎ, মেগা প্রজেক্ট সবকিছুর সুফল জনগণ পাচ্ছে।
মেট্রোরেলের বিষয়ে তিনি বলেন, আগে যেখানে গাড়িতে ২-৩ ঘণ্টা বসে থাকতে হতো। এখন অল্প সময়ে মেট্রোরেলে যাতায়াত করা যাচ্ছে। জনস্বার্থেই এসব উন্নয়ন হচ্ছে।
সরকারপ্রধান বলেন, ভূমিহীন মানুষদের জন্য আশ্রয়ন প্রকল্পের বাকি কাজ শেষ হলে বলতে পারব দেশে ভূমিহীন নাই। মানুষের খেয়ে-পরে চলার ব্যবস্থা আমরা করে দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের যেখানেই যাচ্ছি সবাই একই কথা বলছে। কি করে বাংলাদেশ এত উন্নতি করল। এখন কেউ যদি পরশ্রীকাতরতায় ভোগে তাহলে আমার তো করার কিছু নাই।
তিনি বলেন, কিছু লোক তো থাকবেই যত ভালোই করবেন তারা খারাপভাবে দেখবে। আমি জনগণের জন্য কাজ করছি।
দক্ষিণ আফ্রিকা সফর ও ব্রিকস সফরে যোগদান সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।