বিএনপি নেতা টুকুকে আত্মসমর্পনের নির্দেশ

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু
আদালত প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩ | ১৫:৩২ | আপডেট: ৩০ আগস্ট ২০২৩ | ১৫:৩২
দুর্নীতির মামলায় ৯ বছরের দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইকবাল হোসেন বুধবার এ আদেশ দেন।
এদিকে বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড দিয়ে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিও ২৭ আগস্ট ঢাকার বিচারিক আদালতে পৌঁছেছে বলে জানা গেছে।
উচ্চ আদালতের রায়ে বলা হয়েছে, রায়ের অনুলিপি পৌঁছানোর ১৫ দিনের মধ্যে আমান দম্পতিকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। সে হিসেবে আগামী ১১ সেপ্টেম্বর শেষ হবে হাইকোর্টের সময়।
প্রসঙ্গত, গত ৩০ মে হাইকোর্টের একই বেঞ্চ দুদকের মামলায় আমানউল্লাহ আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছর কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন। একই আদালত টুকুরও ৯ বছরের সাজা বহাল রাখেন।