ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

লঞ্চ টার্মিনালসহ খেয়াঘাটে প্রবেশ ফি কেন অবৈধ নয়: হাইকোর্ট

লঞ্চ টার্মিনালসহ খেয়াঘাটে প্রবেশ ফি কেন অবৈধ নয়: হাইকোর্ট

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১৬:৫৮ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ১৭:০২

বিআইডব্লিউটিএর অধীনে লঞ্চ টার্মিনালসহ খেয়াঘাটে প্রবেশ ফি নেওয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে নৌপরিবহন সচিব, এলজিআরডি সচিব, বিআইডব্লিওটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনটি করেন আইনজীবী জাহাঙ্গীর হোসেন।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোকছেদ আলী ও সারোয়ার আলম। রিটে ঢাকা নদী বন্দরের ১০ টাকা মূল্যের টার্মিনাল টিকিট সংযুক্ত করা হয়।


আরও পড়ুন

×