আগস্ট মাসে নির্যাতনের শিকার ২৭৩ নারী-শিশু

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১৮:৩৫ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ১৮:৩৫
আগস্ট মাসে ৪২ কন্যাশিশুসহ ধর্ষণের শিকার হয়েছেন ৬১ নারী। এদের মধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ছয় শিশুসহ ১১ জন। আর সাত শিশুসহ ১০ নারী ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন। ধর্ষণসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন ২৭৩ নারী-শিশু।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম এ তথ্য জানান। ১৩টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ জরিপ প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আগস্ট মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৫ শিশুসহ ২২ জন নারী। উত্ত্যক্তের শিকার হয়েছে তিন শিশু এবং এসিডদগ্ধ হয়েছে এক শিশু। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন এক শিশুসহ ১৫ নারী। এদের মধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে এক শিশুসহ সাত নারীকে।
শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৫ শিশুসহ ১৮ নারী। পারিবারিক সহিংসতার শিকার হয়েছে সাতজন। দুই শিশুসহ তিন গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে। তাদের মধ্যে এক শিশু গৃহকর্মী হত্যার শিকার হয়েছে। বিভিন্ন কারণে ছয় শিশুসহ ৪৩ নারীকে হত্যা করা হয়েছে। এক শিশুকে হত্যার চেষ্টা করা হয়েছে। আট শিশুসহ ২৩ নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ১৪ শিশুসহ ৩০ নারী আত্মহত্যা করেছেন। এদের মধ্যে এক শিশুসহ দু’জন নারী আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন। ১৭ শিশুসহ ১৯ নারী অপহরণের শিকার হয়েছেন। এক শিশুকে অপহরণচেষ্টা হয়েছে। ফতোয়ার শিকার হয়েছেন একজন। সাইবার অপরাধের শিকার হয়েছে এক শিশু।
আগস্টে বাল্যবিয়ের ঘটনা ঘটেছে ১০টি। এর মধ্যে সাতটিই প্রতিরোধ করা গেছে। এ ছাড়া সাত শিশুসহ ১৪ নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
- বিষয় :
- ধর্ষণ
- কন্যাশিশু
- মহিলা পরিষদ