‘বাদ পড়া’ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪১ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪১
২০১২ সালের আগে স্থাপিত ও চালুর জন্য আবেদন করা সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন একদল শিক্ষক।
জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার দ্বিতীয় দিনের মতো তারা এ কর্মসূচি পালন করেন। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে রোববার এ কর্মসূচি শুরু হয়।
সমিতির সভাপতি বদরুল আমিন সরকার ফরহাদ বলেন, সরকার থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।
তিনি বলেন, ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। কিন্তু ওই সময় যে পরিসংখ্যান করা হয়েছিল, তাতে জাতীয়করণযোগ্য, জেলা-উপজেলা থেকে যাচাই-বাছাই করা এবং ২০১২ সালের ২৭ মের আগে আবেদন করা সব বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনা হয়নি।
আন্দোলনকারী শিক্ষকরা চান, বাদ পড়া ওই বিদ্যালয়গুলোও যেন জাতীয়করণ করা হয়। ‘বাদ পড়া’ বিদ্যালয়ের সংখ্যা চার হাজারেরও বেশি বলে জানান তারা।
সমিতির মহাসচিব ফরিদুল ইসলামসহ সারাদেশ থেকে আসা প্রায় এক হাজার শিক্ষক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।