ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সচিব পদোন্নতি পেলেন সবুর মন্ডল

সচিব পদোন্নতি পেলেন সবুর মন্ডল

মো. আব্দুস সবুর মন্ডল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৫১ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:০১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি অনুবিভাগ) আব্দুস সবুর মন্ডলকে সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। এইসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমান সচিব জিয়াউল হাসানের স্থলাভিষিক্ত হবেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

সবুর মন্ডল প্রশাসনের ১৩তম ব্যাচের কর্মকর্তা। এ ব্যাচের কর্মকর্তারা অতিরিক্ত সচিব পদে দুই ধাপে পদোন্নতি পেয়েছিলেন। সবুর মন্ডলের পদোন্নতির মাধ্যমে দ্বিতীয় ধাপের কর্মকর্তাদের সচিব পদোন্নতি শুরু হলো। এর আগে ১৩তম ব্যাচের প্রথম ধাপের অন্তত ১৬ কর্মকর্তা সচিব পদোন্নতি পেয়েছেন বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের বর্তমান সচিব জিয়াউল হাসান ১৪ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে যাবেন।

আবদুস সবুর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, চাঁদপুরের জেলা ডিসিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

×