চুরির মামলায় সাকার আইনজীবী ফখরুল কারাগারে

আইনজীবী ফখরুল ইসলাম
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:১০ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:০৬
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় ফাঁসের মামলায় সাজাপ্রাপ্ত আসামি ব্যারিস্টার ফখরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার চুরির মামলায় ফখরুলসহ আরও দু’জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম আলী হায়দার। অপর দু’জন হলেন- মোহাম্মদ বশির ও ইসমাইল হোসেন।
অনুপ্রবেশ, মারধর, চুরি ও চুরিতে সহায়তার অভিযোগে আসামিদের বিরুদ্ধে গত বুধবার ধানমন্ডি থানায় মামলা করেন এস এম মহিবুল্লাহ মহিউদ্দিন। তাদের গ্রেপ্তারের পর ঢাকার আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক লোকমান জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
মহানগর হাকিম আলী হায়দার রিমান্ড আবেদন ও আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এজাহারে বাদী মহিবুল্লাহ মহিউদ্দিন উল্লেখ করেন, তিনি সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের অঙ্গপ্রতিষ্ঠান গণস্বাস্থ্য ফার্মেসির ৪৮ ভাগ শেয়ারের মালিক। দীর্ঘদিন ধরে গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে ফার্মেসির ব্যবসা করে আসছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পর প্রতিষ্ঠানের স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রকারী কিছু ব্যক্তি বাদীর প্রতিষ্ঠানটি দখলের চেষ্টা করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ৯ জুলাই ফখরুলের নির্দেশে আসামিরা ফার্মেসির ক্যাশ থেকে ১১ লাখ ১৯ হাজার টাকা ও ২ কোটি টাকার ওষুধ জোরপূর্বক নিয়ে যান।