নিজ গ্রামে পিটিআই, প্রশ্নের মুখে প্রতিমন্ত্রী

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৪২ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৪২
কুড়িগ্রামের রৌমারীতে নিজ গ্রামে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) স্থাপনে লাভ নয় বরং লোকসান হচ্ছে বলে দাবি করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বৃহস্পতিবার সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।
জাকির হোসেন বলেন, ‘চরাঞ্চলের শিক্ষকদের সুবিধার্থে এ পিটিআই করা হচ্ছে। সেখানে আমার পরিবারের কোনো জমি নেই। তবে গ্রামের আত্মীয়স্বজনের জমি আছে। বাস্তবে এসব জমির দাম সরকারের অধিগ্রহণের চেয়ে তিন গুণ। এক শতকের দাম ৫ লাখ টাকা। এ জন্য লোকজনের কাছ থেকে পিটিআইর জন্য জায়গা নিতে পারছি না। সাফার করছি। লাভ নয় বরং লোকসান হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এলাকাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তাঞ্চল ছিল। নদীভাঙন ও চরাঞ্চলের শিক্ষকদের জন্য নতুন পিটিআই করা হচ্ছে। কিন্তু বলা হচ্ছে, এখানে আমার স্বার্থ আছে কিনা? হ্যাঁ, আমার স্বার্থ আছে। আমার স্বার্থ হলো চরাঞ্চলের শিক্ষকদের কষ্ট করে যাতে কুড়িগ্রাম, ময়মনসিংহে প্রশিক্ষণ নিতে যেতে না হয়।’
- বিষয় :
- কুড়িগ্রাম
- পিটিআই
- জাকির হোসেন