প্রাণিখাদ্য উপকরণ আমদানিতে মান নিশ্চিতের তাগিদ

শনিবার রাজধানীর কেআইবিতে বাফিটার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে অতিথিরা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:১০ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:১৪
প্রাণিখাদ্য তৈরির উপকরণ আমদানিতে পণ্যের মান নিশ্চিত করার তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউশনে বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের (বাফিটা) নতুন কমিটির (২০২৩-২০২৫) অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে। সেগুলো বের করার জন্য গবেষণা করতে হবে। কোনো একটি ইস্যু পেলেই দাম বৃদ্ধি করা হলো। এমনটি হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, ব্যবসায়ী ও সরকার একত্রে কাজ করতে হবে। পণ্যমূল্যের কারণে খামার বন্ধ হতে দেওয়া যাবে না। তাদের পাশে থাকতে হবে। খামারিরা থাকলেই অপনারা ব্যবসা করতে পারবেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার বলেন, ফিড মিলের প্রায় সব উপকরণ আমদানি করতে হয়। এক্ষেত্রে আমদানিরকারকদের অবশ্যই গুণগত পণ্য আমদানি করতে হবে।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক বলেন, দেশীয় উপকরণ ব্যবহারে দ্রব্যমূল্য কমাতে বেসেরকারি প্রতিষ্ঠানকে গবেষণা কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাফিটা সভাপতি সুধীর চৌধুরী। সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন খান।
অনুষ্ঠানে বাফিটার অভিষেক অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন সভাপতি এ এম আমিরুল ইসলাম ভূঁইয়া, মহাসচিব জয়ন্ত কুমার দেব, সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক, সহ-সভাপতি মো. গিয়াস উদদিন খান, সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ারুল হক, যুগ্ম মহাসচিব মো. মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন বিশ্বাস, কোষাধ্যক্ষ মো. খোরশেদ আলম, সমাজ কল্যাণ সম্পাদক মো. শাহ একরাম, প্রচার সম্পাদক আব্দুর রহমান। কার্যনির্বাহী সদস্যরা হলেন মোহাম্মাদ মনসুর মিয়া, এ টি এম শাহীন পারভেজ, ডা. রাশেদুল জাকির, মো. সেলিম রেজা হিরণ, মো. এনামুল হক মোল্লা, এক্স অফিসিও সুধির চৌধুরী।