বিএফডিসিকে পাহাড়তলীতে জমি হস্তান্তর করল বিটিভি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার এ চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৭
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আওতাধীন চট্টগ্রামের পাহাড়তলীর ১ একর ৩৭ শতক জমি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনকে (বিএফডিসি) হস্তান্তর করা হয়েছে। এতে করে চট্টগ্রামের বন-পাহাড়সমৃদ্ধ সবুজ 'লোকেশনে' সিনেমা শ্যুটিং ও নির্মাণের প্রাতিষ্ঠানিক অধ্যায় শুরু হলো।
রোববার বিকেলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার এ চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।
সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে বিটিভির পক্ষে মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম এবং বিএফডিসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন চুক্তিপত্রে স্বাক্ষরকালে বলেন, পাহাড়তলীর এই মনোরম স্থান দেশের চলচ্চিত্র অঙ্গণকে আরো সমৃদ্ধ করবে।
- বিষয় :
- বিটিভি
- বিএফডিসি
- জমি হস্তান্তর
- পাহাড়তলী
- চট্টগ্রাম