ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফরাসি প্রেসিডেন্টের সেলফিতে তথ্যমন্ত্রী

ফরাসি প্রেসিডেন্টের সেলফিতে তথ্যমন্ত্রী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৫২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৫২

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঢাকা ত্যাগের আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সেলফি তুলেছেন।

সোমবার বিকেলে ঢাকা ত্যাগের আগে তুরাগ নদীতে নৌকা ভ্রমণ করেন ফরাসি প্রেসিডেন্ট। নৌভ্রমণ শেষে হাছান মাহমুদের সঙ্গে সেলফিতে অংশ নেন।

এ সময় মন্ত্রীকে সেলফি তুলতে ফরাসি প্রেসিডেন্ট সাহায্য করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীও সেলফিতে অংশ নেন। 

এর আগে দু'দিনের সফরে রোববার সন্ধ্যায় ঢাকায় আসেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ঢাকায় পৌঁছে রাষ্ট্রীয় নৈশভোজের পর তিনি রাজধানীর ধানমন্ডিতে শিল্পী রাহুল আনন্দের সঙ্গীতালয়ে যান।

সোমবার সকালে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ফ্রান্সের ২৫তম প্রেসিডেন্ট।

ফ্রান্সের প্রেসিডেন্টের মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে ইমানুয়েল মাখোঁর আগমন থেকে শুরু করে বিদায়সহ সকল অনুষ্ঠানেই তার সঙ্গী ছিলেন তথ্যমন্ত্রী।

আরও পড়ুন

×