ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

দেশে স্যাটলাইট তৈরির কারখানা স্থাপনে সহযোগিতা করবে এয়ারবাস

দেশে স্যাটলাইট তৈরির কারখানা স্থাপনে সহযোগিতা করবে এয়ারবাস

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৫০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৫০

বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণের পাশাপাশি দেশে ক্ষুদ্র ক্ষুদ্র স্যাটলাইট তৈরির কারখানা স্থাপনে সহযোগিতা করবে ইউরোপীয় বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাস।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির (বিএসসিএল) চেয়্যারম্যান শাজাহান মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

বিএসসিএল চেয়্যারম্যান জানান, বঙ্গবন্ধু-২ এ ৩টি স্যাটেলাইট একসঙ্গে থাকবে। এটির কাজ হবে সমুদ্র ও ফসলের অবস্থা পর্যবেক্ষণ। এজন্য এয়ারবাস প্রাথমিকভাবে একটি কারগরি প্রস্তাব দিয়েছে। শিগগিরই তারা আর্থিক প্রস্তাব দেবে।

তিনি জানান, এটি (বঙ্গবন্ধু-২) এলইও (লো আর্থ অরবিট) প্রকৃতির স্যাটলাইট হবে। এলওআই অনুসারে এয়ারবাস বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণের পাশাপাশি দেশে ক্ষুদ্র ক্ষুদ্র স্যাটলাইট তৈরির কারখানা স্থাপনেও সহযোগিতা করবে।

২০২১ সালের সম্ভাব্যতা যাচাইয়ের তথ্য অনুসারে বঙ্গবন্ধু-২ স্যাটলাইট প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৩ হাজার ৭০০ কোটি টাকা। তখন রাশিয়ার গ্লাভকসমস কোম্পানির এটি তৈরি ও উৎক্ষেপণের কথা ছিল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে গ্লাভকসমসের সঙ্গে একটি সমঝোতা চুক্তিও সই করেছিল বিএসসিএল। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এই প্রকল্প প্রায় থেমে যায়। পরে সরকার ফ্রান্সের সহযোগিতায় দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপনের উদ্যোগ নেয়।

এর আগে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ তৈরি ও উৎক্ষেপণে সহযোগিতা করে ফরাসি কোম্পানি থ্যালেস অ্যালেনিয়া স্পেস।

২০১৮ সালের ১২ মে এটি উৎক্ষেপণ হয়। এতে খরচ হয় ২ হাজার ৯০২ কোটি টাকা। এটি জিওস্টেশনারি কমিউনিকেশনস অ্যান্ড ব্রডকাস্টিং স্যাটেলাইট।

আরও পড়ুন

×