ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ছাড়ল ১১ ঘণ্টা দেরিতে

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ছাড়ল ১১ ঘণ্টা দেরিতে

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:০০ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:০০

যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলবার নির্ধারিত সময়ের ১১ ঘণ্টা পর ছেড়েছে বিমানের ঢাকা থেকে জাপানের নারিতাগামী ফ্লাইট। এতে মারাত্মক ভোগান্তির মধ্যে পড়েন ফ্লাইটের ৭৬ যাত্রী।

বিমান কর্মকর্তারা জানান, সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে ফ্লাইটটি উড্ডয়নের কথা ছিল। কিন্তু ফ্লাইটটি উড্ডয়নের আগমুহূর্তে উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেয়। পরে মঙ্গলবার বেলা ১১টার দিকে ফ্লাইটটি নারিতার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। 

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, নারিতাগামী ফ্লাইটের যাত্রা বিলম্বের ঘটনায় যাত্রীদের থাকা-খাওয়াসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়ের সুব্যবস্থা করা হয়। কারিগরি ত্রুটি ঠিক করার পর আজ বেলা ১১টায় ফ্লাইটটি ছেড়ে গেছে।

গত ১ সেপ্টেম্বর বিমানের ঢাকা-নারিতা রুটের ফ্লাইট চালু হয়। সপ্তাহে তিন দিন শুক্র, সোম ও বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে বিমানের ফ্লাইট ঢাকা থেকে নারিতার উদ্দেশে ছেড়ে যায়।

আরও পড়ুন

×