যমুনা রিভারক্রসিংয়ের ৪০০ কেভি লাইন নির্মাণে চুক্তি সই

পিজিসিবির প্রধান কার্যালয়ে চুক্তিগুলো সই হয়
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৮
বগুড়া থেকে কালিয়াকৈর ৪০০ কেভি সঞ্চালন লাইনের যমুনা রিভারক্রসিং অংশের প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ লাইন নির্মাণ কাজের জন্য চুক্তি সই হয়েছে।
পিজিসিবি এবং ভারতীয় প্রতিষ্ঠান ট্রান্সরেইল লাইটিং লিমিটেড ও আইটিডি সিমেন্টেশন ইন্ডিয়া লিমিটেডের সমন্বয়ে গঠিত যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানের (জেভি) মধ্যে দ্বিপাক্ষিক এ চুক্তি সই হয়। একইসঙ্গে কালিয়াকৈর ৪০০ কেভি গ্রিড উপকেন্দ্রে দু’টি বে-এক্সটেনশন কাজের জন্য পিজিসিবি এবং ট্রান্সরেইল লাইটিং লিমিটেডের মধ্যে আরেকটি পৃথক চুক্তি সই হয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পিজিসিবির প্রধান কার্যালয়ে চুক্তিগুলো সই করা হয়।
যমুনা রিভারক্রসিং অংশের কাজের জন্য ব্যয় হবে প্রায় দুই হাজার ১৯৩ কোটি টাকা এবং কালিয়াকৈর উপকেন্দ্রে দুটি বে-এক্সটেনশন কাজের জন্য ব্যয় হবে প্রায় ৪৩ কোটি টাকা। ভারতীয় LOC-2, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি সম্মিলিতভাবে এ কাজে অর্থায়ন করছে। পিজিসিবি কর্তৃক বাস্তবায়িতব্য ‘বড়পুকুরিয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ সঞ্চালন লাইন নির্মাণ’ প্রকল্পের আওতায় কাজগুলো করা হচ্ছে।
চুক্তি অনুযায়ী কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান আগামী ২৪ মাসের মধ্যে রিভারক্রসিং সঞ্চালন লাইন এবং আগামী ১৮ মাসের মধ্যে বে-এক্সটেনশন কাজ সম্পন্ন করে পিজিসিবি’র কাছে হস্তান্তর করবে।
যমুনা রিভারক্রসিংয়ের জন্য নদীগর্ভ এবং নদীর উভয় প্রান্ত মিলিয়ে মোট ১৪টি সুঊচ্চ ও শক্তিশালী টাওয়ার নির্মাণ করতে হবে।
অনুষ্ঠানে রিভারক্রসিং কাজের জন্য পিজিসিবির পক্ষে কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদ এবং যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানের পক্ষে আইটিডি সিমেন্টেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কৌশিক নন্দী চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বে-এক্সটেনশন কাজের জন্য পিজিসিবি’র কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদ এবং ট্রান্সরেইলের কান্ট্রি হেড কুলদ্বীপ কুমার সিনহা চুক্তিপত্রে সই করেন।
পিজিসিবির নির্বাহী পরিচালক (ওঅ্যান্ডএম) মো. আব্দুল মোনায়েম চৌধরী, প্রধান প্রকৌশলী (পিএন্ডডি) সরদার মোহাম্মদ জাফরুল হাসান, প্রকল্প পরিচালক শেখ জাকিরুজ্জামান, ট্রান্সরেইল লাইটিং লিমিটেডের মহাব্যবস্থাপক দীপক যাদব এবং আইটিডি সিমেন্টেশনের ভাইস প্রেসিডেন্ট কে. আর. সেনথিলনাথনসহ উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বগুড়া
- যমুনা রিভারক্রসিং
- সঞ্চালন লাইন