ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কাজলের মৃত্যুতে সাওলের শোকসভা

কাজলের মৃত্যুতে সাওলের শোকসভা

‘সাওল মিলনায়তনে’ শোকসভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কবি মোহন রায়হান।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২২ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২২

সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজল ইসলামের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইস্কাটনে ‘সাওল মিলনায়তনে’ শোকসভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কবি মোহন রায়হান।

তিনি বলেন, ‘জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ’ প্রবাদের যথার্থ উদাহরণ ছিলেন কাজল। তার দূরদর্শিতা ও কর্মতৎপরতা ছাড়া সাওল বাংলাদেশ এ পর্যন্ত আসতে পারত না।

কাজলের কর্মের স্বীকৃতি ও সম্মানার্থে সাওল মিলনায়তনের নাম পরিবর্তন করে ‘কাজল মিলনায়তন’ রাখার ও ‘স্মরণিকা’ প্রকাশের ঘোষণা দেন মোহন রায়হান। এছাড়া প্রতি বছর ‘স্মরণ সভা’ আয়োজন, সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডে কাজলের পরিবারের সকলের চিকিৎসা ফ্রি এবং যে কোনো প্রয়োজনে ‘সাওল পরিবার’ পাশে থাকবে বলে জানান। 

সভা সঞ্চালনা করেন সাওলের সিনিয়র কনসালটেন্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফারহান আহমেদ ইমন। বক্তব্য রাখেন সাওল উপদেষ্টা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ, উপদেষ্টা সাবেক সাংসদ নুরুল ইসলাম মনি, সাওল হার্ট সেন্টারের ভিজিটিং সিনিয়র কনসালটেন্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. সাখাওয়াৎ হোসেন, কবি ও কথাসাহিত্যিক ঝর্ণা রহমান, রেডিয়্যান্ট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী লুৎফর রহমান, ব্যবসায়ী ও কবি দিদারুল আলম, ব্যবসায়ী কেএম কামাল, অ্যাডভোকেট প্রবীর রঞ্জন 

দাশ, ডা. ফাতেমা জাহান বারী বাঁধন, কাজল ইসলামের সাবেক সহকর্মী শিক্ষিকা নাজমা চৌধুরী বনি, দুই ছোট বোনের স্বামী আকতারুজ্জামান খান ও নজরুল ইসলাম জনি, রফিকুল ইসলাম রুবেল, সাওলের সাবেক এজিএম অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, সাবেক পুষ্টিবিদ সেহেলী সরকার, সাবেক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সাইফুন্নেসা সানিয়া, সাবেক ফ্রন্টডেস্ক এক্সিকিউটিভ শারমিন সুলতানা। বক্তারা কাজল ইসলামের সাহসিকতা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, দূরদর্শিতা, কর্মতৎপরতা, কর্মদক্ষতা ও সততার বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজল ইসলামের বাবা কাজিম উদ্দিন, স্বামী নজরুল ইসলাম, বোন ফারজানা ইসলাম ববি, ভাই মেহেদী হাসান সম্রাট, ভাগ্নি আনিকা তাহমিন স্নেহা। অনুষ্ঠান শেষে কাজল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

×