ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভূমিতে নন ক্যাডার ১১৬৪ কর্মকর্তার নিয়োগ শুরু হচ্ছে

ভূমিতে নন ক্যাডার ১১৬৪ কর্মকর্তার নিয়োগ শুরু হচ্ছে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৩০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৩০

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসনে শিগগির নন ক্যাডার কর্মকর্তা নিয়োগ শুরু হচ্ছে। এরই মধ্যে সরকারি কর্মকমিশন (পিএসসি) ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা পদে ১ হাজার ১৬৪ জনের নাম চুড়ান্ত করেছে। শিগগির এই নামের তালিকা ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হবে। ভূমি মন্ত্রণালয় সূত্রে এই খবর জানা গেছে।

সূত্র জানায়, পিএসসির সুপারিশ পাওয়ার পর ভূমি মন্ত্রণালয় চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। এর আগে ১ হাজার ১৬৪ জনেরই পুলিশ ভেরিফিকেশন ও স্থাস্থ্য পরীক্ষার কাজ সম্পন্ন করা হবে।   

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) প্রদীপ কুমার দাস সমকালকে বলেন, উচ্চ শিক্ষিত নন ক্যাডার ওইসব কর্মকর্তা নিয়োগের কাজ সম্পন্ন করা হলে মাঠ প্রশাসনে কাজের গতি ফিরে আসবে। এ সব কর্মকর্তা ভূমির প্রযুক্তি সহায়ক ডিজিটাইজেশনের সহজেই খাপ খাওয়াতে পারবেন। তারা উচ্চ শিক্ষিত হওয়ায় মাঠ পর্যায়ে সেবা গ্রহীতারা স্বল্প সময়ে উন্নত সেবা পাবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে মাঠ প্রশাসনে অনিয়ম, দুর্নীতি অনেকাংশই কমে আসবে বলে আশা প্রকাশ করেন এই অতিরিক্ত সচিব।

সূত্র জানায়, ওই ১ হাজার ১৬৪ জন ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ। পদ স্বল্পতার কারণে তারা ক্যডারভুক্ত চাকরিতে যোগ দিতে পারেননি। সম্প্রতি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নির্দেশে নন ক্যাডারদের ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়ার কাজ শুরু হয়। এরপরই ভূমি মন্ত্রণারয থেকে পিএসসিতে চাহিদাপত্র পাঠানো হয়েছিলো। পিএসসি ওই চাহিদাপত্র অনুযায়ী ১ হাজার ১৬৪ জনের নাম চূড়ান্ত করেছেন।

জানা যায়, ৪১তম বিসিএসের নন ক্যাডারদের একই পদে নিয়োগ দেওয়া হবে। এরপর থেকে পিএসসির সুপারিশ অনুযায়ী নন ক্যাডারদের ভূমির কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

মাঠ প্রশাসনের কাজে উৎসাহিত করতে ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের গ্রেড ইতোমধ্যে ১৭ থেকে ১২তম করা হয়েছে। তাদের মধ্য থেকেই পদোন্নতি দিয়ে ১১ তম গ্রেডে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিযুক্ত করা হবে। এরপর ১০তম গ্রেডে কানুনগো এবং ৯তম গ্রেডে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে পদোন্নতির  সুযোগ রয়েছে।

ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তারা সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা/সার্কেল ভূমি অফিসের আওতায় ইউনিয়ন ভূমি অফিসে কাজ করছেন।

জানা যায়, ৪০তম বিসিএস পরীক্ষা ২০১৮-এর লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন প্রার্থীদের কাছ থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত  দপ্তর, অধিদপ্তরে ক্যাডার বহির্ভূত পদসমূহের চাহিদা জানানোর জন্য গত ১৯ জুন পিএসসি দরখাস্ত আহ্বান করেছিল। যারা ওই সময়ের মধ্যে ৯ম থেকে ১২তম গ্রেডে নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহ প্রকাশ করে অনলাইনে আবেদন করেছিলেন তার মধ্যে ভূমি মন্ত্রণালয়ও ছিলো।

সূত্র জানায়, ভূমির মাঠ প্রশাসনে মোট ৮টি পদে জনবল ১০ হাজার ৭৪৮ জন, এর মধ্যে বর্তমানে কর্মরত আছেন ৫ হাজার ৯১৩ জন। শূন্য পদ ৪ হাজার ৮৩৬ জন। এর মধ্যে পিএসসির মাধ্যমে কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে। কিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি আহবান করে নিয়োগ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×