বেসিক ব্যাংকের বাচ্চুসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ১৯:১৪ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ১৯:১৪
দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক নূরুল হুদা মঙ্গলবার কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন।
এ মামলার অন্য আসামিরা হলেন– বাচ্চুর স্ত্রী শিরিন আক্তার, ভাই শেখ শাহরিয়ার পান্না, ছেলে শেখ রাফা হাই ও শেখ ছাবিদ হাই অনিক।
এজাহারে বলা হয়, বাচ্চু ২০১২ সালের ৮ জুলাই ক্যান্টনমেন্ট বাজার এলাকার ৬ নম্বর প্লটে ৩০.২৫ কাঠা জমি ১১০ কোটি টাকায় কেনার জন্য আসামি আমিন আহমেদের সঙ্গে চুক্তি করেন। তবে জমির দাম ১১০ কোটি টাকা হলেও চুক্তিতে পরিশোধিত অর্থ হিসাবে উল্লেখ করা হয় ১০ কোটি টাকা। চুক্তিপত্র অনুযায়ী, দুটি দলিলে নিবন্ধন করা হয়। এর মধ্যে ২০১২ সালের ১৬ অক্টোবর প্রথম দলিলে ১৮ কাঠা জমির দাম ৯ কোটি টাকা উল্লেখ করে বাচ্চু, শেখ শাহরিয়ার পান্না ও শিরিন আক্তারকে গ্রহীতা করা হয়। দ্বিতীয় দলিলে একই বছরে ১২.২৫ কাঠার দাম ৬ কোটি ২৫ লাখ টাকা ধরে গ্রহীতা করা হয়েছে শেখ ছাবিদ হাই অনিক ও শেখ রাফা হাইকে।
এজাহারে আরও বলা হয়, এখানে জমির নিবন্ধনকৃত মোট দাম ধরা হয়েছে ১৫ কোটি ২৫ লাখ টাকা, অর্থাৎ নিবন্ধনে ৯৪ কোটি ৭৫ লাখ টাকা কম দেখিয়ে অবৈধ আয় গোপন করার চেষ্টা করা হয়েছে। এ ছাড়া জমির দাম কম দেখিয়ে সরকারের ৮ কোটি ৫২ লাখ ৭৫ হাজার টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।