ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কৃষিযন্ত্রে ৫০-৭০% ভর্তুকির কথা শুনে বিদেশিরা চমকে ওঠে: কৃষিমন্ত্রী

কৃষিযন্ত্রে ৫০-৭০% ভর্তুকির কথা শুনে বিদেশিরা চমকে ওঠে: কৃষিমন্ত্রী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ২৩:৪৪ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ২৩:৪৪

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সরকার কৃষককে ৫০-৭০ শতাংশ ভর্তুকিতে কৃষিযন্ত্র দিচ্ছে। এ ভর্তুকির কথা শুনে বিদেশিরা অবাক হয়, চমকে ওঠে। তারা জানতে চায়, এত ভর্তুকি কীভাবে সম্ভব?

মন্ত্রী বলেন, জবাবে আমরা বলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণেই এটি সম্ভব। প্রধানমন্ত্রী ভর্তুকিকে কৃষিতে বিনিয়োগ হিসেবে বিবেচনা করেন।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ইমেরিটাস বিজ্ঞানী  কাজী এম বদরুদ্দোজা স্মরণে দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএআরসি এবং বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার এ অনুষ্ঠানের আয়োজন করে।

ড. রাজ্জাক আরও বলেন, কাজী বদরুদ্দোজা কৃষি রূপান্তরে কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। তাঁর স্বপ্ন বাস্তবায়নে নবীন কৃষিবিদদের আরও যোগ্যতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে কৃষি সচিব ওয়াহিদা আক্তার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার বক্তব্য দেন।

একই দিন সন্ধ্যায় বিএআরসির কনফারেন্স রুমে কৃষিমন্ত্রীর সঙ্গে নেপালের কৃষি, সমবায় ও প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারপারসন ড. আরজু রানার নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়।

আরও পড়ুন

×