বৈরী সময়েও সমকাল সাহসী সাংবাদিকতা করছে: নুর

সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখছেন নুরুল হক নুর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ | ০৯:০৩ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ | ১৩:২০
বৈরী সময়েও দৈনিক সমকাল সাহসী সাংবাদিকতা করছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শনিবার সমকালের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে এসে তিনি এ কথা বলেন।
নুর বলেন, সমকাল নানা পথের নানা মতের মানুষের কথা তুলে ধরে বলেই প্ত্রিকাটি সকলের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
তিনি বলেন, সমকাল শুধু ছাপা পত্রিকায় নয়, অনলাইন এবং ডিজিটাল মাধ্যমেও সবার আগে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে।
সামনের সংকটময় মুহূর্তে সমকাল সঠিক তথ্য তুলে ধরে গণমানুষের গণমাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।