ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভোট কারচুপির ইচ্ছা আমাদের নেই: মার্কিন প্রতিনিধিদলকে স্বরাষ্ট্রমন্ত্রী

ভোট কারচুপির ইচ্ছা আমাদের নেই: মার্কিন প্রতিনিধিদলকে স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ১৪:০২ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ১৪:০২

ভোট কারচুপি করে কেউ পার পাবে না এবং এ ধরনের ইচ্ছা আওয়ামী লীগের নেই বলে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ৯ সদস্যের মার্কিন প্রতিনিধিদল। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি প্রতিনিধিদল যেসব বিষয় জানতে চেয়েছে, তা তুলে ধরেন। একই সঙ্গে তিনি প্রতিনিধিদলকে কী বলেছেন, তাও সাংবাদিকদের জানান।

সচিবালয়ে পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, আগামী নির্বাচন আয়োজনে নিরাপত্তা বাহিনীর যথেষ্ট সক্ষমতা রয়েছে বলে তিনি পর্যবেক্ষেক দলকে জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তাদের (পর্যবেক্ষক দলকে) বলেছি, আমাদের মিডিয়া পিপল একদম ফ্রি। তারা তো যেকোনো সংবাদ যেকোনো সময় ছাপিয়ে দেন। সেই ব্যাপারে আমরা কারও কণ্ঠরোধ করি না।’

তিনি বলেন, ‘আমাদের ৩ হাজারের বেশি দৈনিক সংবাদপত্র রয়েছে। এরপর রয়েছে সোশ্যাল মিডিয়া। সেখানে নানা ধরনের সংবাদ দেওয়া হয়। এখানে দুর্নীতি করে কিংবা ভোট কারচুপি করে কেউ পার পাবে বলে আমার মনে হয় না। এই ধরনের মনোবৃত্তি আমাদের রাজনৈতিক দলের নেই।’

আসাদুজ্জামান খান বলেন, ‘সবাই মনে করে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন তাদের তত্ত্বাবধায়নে একটা সুন্দর নির্বাচন উপহার দেবে, এই ছিল কথা।’ 

মন্ত্রী বলেন, তারা আমাদের কাছে নানা বিষয়ে জানতে চেয়েছেন। আমরা বলে দিয়েছি, ভায়োলেন্স অনেক ফেইস করেছি। এখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভায়োলেন্স ও টেরোরিস্ট ফ্রি এবং শান্তির সুবাতাস দেখছি। প্রধানমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। তিনি রোল অফ ল প্রতিষ্ঠা করেছেন।

তিনি আরও বলেন, ‘দেশের লোক সবসময় শান্তিপূর্ণ পরিবেশ চায়, কোনোরকম মারামারি দেশের মানুষ পছন্দ করে না। এখানে ভায়োলেন্স হবে বলে আমরা মনে করি না।’

আরও পড়ুন

×