নবায়নযোগ্য জ্বালানি চালিত বিদ্যুৎকেন্দ্র গ্রিডে ইন্টিগ্রেশন

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ১৪:৪৯ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ১৪:৪৯
দেশের বিদ্যুৎ খাতে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির প্রেক্ষিতে বিদ্যুতের জাতীয় গ্রিডের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর গবেষণা ও প্রশিক্ষণ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিদ্যুতের জাতীয় গ্রিড পরিচালনা ও রক্ষণাবেক্ষণে দায়িত্বরত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) এর প্রধান কার্যালয়ে ‘গ্রিড স্টাডিজ এন্ড ইনোভেশন ফ্যাসিলিটি (জিএসআইএফ)’ ল্যাব চালু করা হয়েছে।
শনিবার পিজিসিবি’র প্রধান কার্যালয়ে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, বিপিএএ প্রধান অতিথি হিসেবে ল্যাবটি উদ্বোধন করেন। বিদ্যুৎ বিভাগের ‘এনার্জি ইফিসিয়েন্সি অ্যান্ড গ্রিড ইন্টিগ্রেশন অব রিনিউয়েবল এনার্জি (ইগিরি-টু)’ শীর্ষক প্রকল্পের আওতায় পিজিসিবি এবং জার্মান সংস্থা জিআইজেড, বাংলাদেশের যৌথ উদ্যোগে ল্যাবটি স্থাপন করা হয়।
অনুষ্ঠানে বলা হয়, ২০৪১ সালের মধ্যে জাতীয় জ্বালানি মিশ্রণে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার সারাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কাজ করছে। নবায়নযোগ্য শক্তি যেহেতু সহজাতভাবে পরিবর্তনশীল, তাই এটি গ্রিডের সাথে সংযুক্ত হলে গ্রিডের স্থিতিশীলতা এবং নির্ভরযোগ্যতাকে প্রভাবিত করে বিভিন্ন প্রযুক্তিগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইগিরি-টু প্রকল্পের আওতায় এ ধরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ ও ভবিষ্যতে করণীয় বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জিসিআইএফ ল্যাবে সফটওয়ার সুবিধা ব্যবহার করে পিজিসিবি পাওয়ার ফ্লো বিশ্লেষণ, শর্ট সার্কিট মূল্যায়ন, ডাইনামিক স্ট্যাবিলিটি বিশ্লেষণ, বিদ্যুতের গুণমান মূল্যায়ন এবং ভিআরই পাওয়ার প্ল্যান্টগুলির জন্য গ্রিড ইন্টিগ্রেশন কৌশলসহ বিবিধ পাওয়ার সিস্টেম গবেষণা পরিচালনা করতে পারবে। এর মাধ্যমে জরুরি অবস্থা মোকাবেলায় আরও সুদৃঢ় পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে সক্ষমতা বাড়বে।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান প্রকৌশলীগণকে নতুন স্থাপিত ল্যাবে গবেষণা ও প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে পরিচালিত বিদ্যুৎ কেন্দ্রসমূহ জাতীয় গ্রিডে ইন্টিগ্রেশনে দক্ষ জনশক্তি গড়ে তোলার তাগিদ দেন। তিনি বলেন, ভবিষ্যতে জিএসআইএফ বাংলাদেশের বিদ্যুৎ খাতে নতুন উদ্ভাবন, বিদ্যুৎ সংস্থাসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং অগ্রগতির অনুঘটক হয়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জার্মান ডেভলপমেন্ট করপোরেশনের প্রধান ফ্লোরিয়ান হোলেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক এ কে এম গাউছ মহীউদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক ও বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব নিরোদ চন্দ্র মন্ডল, জিআইজেড এনার্জি প্রোগ্রামের ম্যানেজার ফ্রান্ক ফেচার এবং ডেপুটি ম্যানেজার জান ই আলম প্রমুখ।