ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সরকারি কলেজ অধ্যক্ষ-উপাধ্যক্ষ হতে আবেদন শুরু ২০ অক্টোবর

সরকারি কলেজ অধ্যক্ষ-উপাধ্যক্ষ হতে আবেদন শুরু ২০ অক্টোবর

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ১৬:০৭ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ১৬:০৭

বিসিএস শিক্ষা ক্যাডারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি ও পদায়নে অনলাইন আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের এ ধাপে বিসিএস ১৪তম থেকে ১৬তম ব্যাচের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তারা আবেদন করতে পারবেন।

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সরকারি কলেজের শিক্ষক বদলি ও পদায়ন নীতিমালা-২০২০ অনুযায়ী অনলাইনে আবেদন দাখিল করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইট (www.shed.gov.bd ও www.dshe.gov.bd) থেকে আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া আবেদনগুলো ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠাতে বলা হয়েছে। 


আরও পড়ুন

×