ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আরও ২ বছর পরিকল্পনা কমিশনের সদস্য থাকছেন কাউসার আহাম্মদ

আরও ২ বছর পরিকল্পনা কমিশনের সদস্য থাকছেন কাউসার আহাম্মদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩ | ১৬:০৪ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ | ১৬:০৪

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মো. কাউসার আহাম্মদের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।

তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়িয়ে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগামী ৪ নভেম্বর বা যোগদানের তারিখ থেকে নতুন মেয়াদ কার্যকর হবে। চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরও পড়ুন

×