রাষ্ট্রপতির শারীরিক অবস্থার উন্নতি, হোটেলে ফিরবেন কাল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩ | ১৫:৩৬ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ | ০৫:৩৭
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বুধবার হোটেলে ফিরবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, রাষ্ট্রপতির শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি হাসপাতালের কেবিনে সীমিত আকারে চলাফেরা করছেন। পাশাপাশি চিকিৎসকের পরামর্শে হালকা শরীরচর্চাও করছেন। বুধবার তিনি হাসপাতাল থেকে হোটেলে ফিরবেন।
গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।
গত ১৬ অক্টোবর তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন। সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং সংশ্লিষ্ট সচিবরা তাঁর সঙ্গে রয়েছেন।
এদিকে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আশু আরোগ্য কামনা করেছে সৌদি সরকার ও জনগণ। রাষ্ট্রপতির কাছে পাঠানো এক বার্তায় সৌদি সরকার ও জনগণের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করা হয়।