ডুজার সঙ্গে ঢাবি অ্যালামনাইর মতবিনিময়

ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩ | ১৬:৪৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ | ১৬:৪৮
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের মতবিনিময় সভা করেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ফ্লোরে এ সভা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের নতুন হলসহ নানা স্থাপনা নির্মাণ, সবুজ ক্যাম্পাস বিনির্মাণ, গবেষণার অর্থায়ন এবং ছাত্রছাত্রীদের চিকিৎসা, ইন্টার্নশিপ ও ক্যারিয়ার সহায়তায় অ্যালামনাইদের ব্যাপকভাবে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়।
ডুজার সদস্যরা জানান, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরিবেশ বজায় রাখার জন্য পর্যাপ্ত আবাসন, পাঠকক্ষ এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণায় সহায়তা ফান্ড, চাকরিসহ নানা বিষয়ে অ্যালামনাইয়ের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শক্ত ভূমিকা কামনা করেন সাংবাদিকরা। এ সময় ডুজার সভাপতি আল সাদী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দীন মাহি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কাছে ‘সেরা ক্যাম্পাস রিপোর্টিং’ পুরস্কার প্রদান কার্যক্রম চালু করার অনুরোধ করেন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন আগেই হলসহ অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের বিষয়ে অর্থায়নের ব্যাপারে এগিয়ে এসেছে। ক্যাম্পাসে আগামী এপ্রিলে জব ফেয়ার, সবুজ ক্যাম্পাস বিনির্মাণে শিক্ষার্থীদের অধ্যয়নকালীন চাকরির বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাওছার, যুগ্ম মহাসচিব সুভাষ সিংহ রায়, প্রচার সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসাইন প্রমুখ।
- বিষয় :
- ডুজা
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- অ্যালামনাই