ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ১৯:১২ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ১৯:১২
হরতালের কারণে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে পরিচালিত রোববারের সব ধরনের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সমকালকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক সমকালকে বলেন, অনিবার্য কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটির রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার বিএনপির সম্মেলন থেকে রোববার সারাদেশে হরতাল ডাকা দেওয়া হয়েছে। এরপর সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত জানানো হয়।