ফ্রিজ ও এসির ক্ষতিকর গ্যাসের নিঃসরণ কমাতে সম্মত ৬০ দেশ

.
আবু সালেহ রনি, দুবাই থেকে
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩ | ০১:০৭ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ | ১৫:৩৫
বৈশ্বিক উষ্ণতায় পুড়ছে পুরো পৃথিবী। বহু বছর ধরে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতার কারণে মেরু অঞ্চলে বরফ গলা ও সাগরের উচ্চতা বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি বছর ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, চরম আবহাওয়া পরিস্থিতিতে ইউরোপে গত ৪০ বছরে মারা গেছেন প্রায় ১ লাখ ৯৫ হাজার মানুষ। শুধু প্রাণহানিই নয়, এ কারণে অর্থনৈতিক ক্ষতি হয়েছে ৫৬০ বিলিয়ন ইউরোর বেশি। ক্ষতিগ্রস্তের তালিকায় আছে বাংলাদেশও। এমন পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার বৈশ্বিক উষ্ণতা রোধে ‘গ্লোবাল কুলিং’ নিয়ে আলোচনা হয়েছে দুবাইয়ে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ২৮)।
বৈশ্বিক উষ্ণতা রুখতে সম্মেলনের ষষ্ঠ দিন গতকাল ৬০টি দেশ ২০৫০ সালের মধ্যে ফ্রিজ, এসি থেকে নির্গত ক্ষতিকর গ্যাসের নিঃসরণ কমাতে অঙ্গীকার স্বাক্ষরের বিষয়ে সম্মত হয়। বাংলাদেশ এর পক্ষে থাকলেও অঙ্গীকার স্বাক্ষরের ব্যাপারে এখনও সম্মতি দেয়নি।
গ্লোবাল কুলিং অঙ্গীকারের বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে সম্মেলনে উপস্থিত পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক জিয়াউল হক বলেন, ‘ফ্রিজ-এসিসহ ঠান্ডা তৈরি করে এমন জিনিসপত্রে দুই ধরনের গ্যাস অর্থাৎ এইচএফসি ও এইচসিএফ গ্যাস ব্যবহার হয়। এগুলোর কারণে পৃথিবীর ওজনস্তর ফুটো হয়ে যাচ্ছে। এ জন্য ৬০টি দেশ এই দুটি গ্যাসের ব্যবহার বন্ধ করে বিকল্প
জ্বালানি ব্যবহারে ঐকমত্য হয়েছে। বাংলাদেশ এ বিষয়ে এখনও সম্মতি না দিলেও এর পক্ষে অবস্থান নিয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
গতকাল সম্মেলনের সাইড ইভেন্টে বাংলাদেশসহ বিভিন্ন দেশের আলোচনায় জলবায়ু পরিবর্তনের কারণে নারী-শিশুর স্বাস্থ্যগত প্রভাব ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিয়ে বিভিন্ন ধরনের সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে পরিবেশদূষণ রোধে সিএসও হাবে এক আলোচনা সভায় জীবাশ্ম জ্বালানির বিকল্প ব্যবহারের দাবি উঠেছে।
শ্রমিকদের জীবিকা নিরাপত্তা সমন্বিতভাবে নিশ্চিতের দাবি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের কারণে বিভিন্ন কর্মক্ষেত্রে শ্রমিকদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। এগুলো বিবেচনার জন্য নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছে পরিবেশ নিয়ে কর্মরত বাংলাদেশের দুটি নাগরিক সংগঠন। আলোচকরা সবুজ প্রযুক্তি প্রসার পরিকল্পনায় বাংলাদেশের শ্রমিকদের জীবিকা নিরাপত্তা সমন্বিতভাবে বিবেচনার দাবি জানান।
এদিকে বিশ্বব্যাংকের উদ্যোগে বাংলাদেশ প্যাভিলিয়নে ডেঙ্গু নিয়ন্ত্রণসহ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।
জিসিএ এলএলএ চ্যাম্পিয়নশিপ পুরস্কার পেল বাংলাদেশ
জলবায়ু সম্মেলনে ইনোভেশন ইন ডেভেলপিং ফাইন্যান্স ক্যাটেগরিতে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ) লোকাল লেড অ্যাডাপটেশন (এলএলএ) চ্যাম্পিয়নশিপ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ। গতকাল রেসিলিয়েন্স হাবে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে অভিযোজন ও সহনশীলতা বিনির্মাণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশকে এই পুরস্কার প্রদান করা হয়। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত স্থানীয় সরকার ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ প্রকল্প এ সম্মান অর্জন করে। প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন, ডেনমার্ক, ইউএনসিডিএফ এবং ইউএনডিপির সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
- বিষয় :
- কপ২৮
- বিশ্ব জলবায়ু সম্মেলন