ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রার্থিতা হারালেন বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান

প্রার্থিতা হারালেন বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান

বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩ | ১৩:১৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ | ১৩:৫৮

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর উপজেলা) আসনের প্রার্থী মেজর (অব.) আবদুল মান্নানের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে প্রার্থিতা হারালেন বিকল্পধারার মহাসচিব।

বুধবার (১৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন।

ঋণখেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিলের ঘটনায় রিটার্নিং অফিসারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ইসিতে আপিল করেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর উপজেলা) আসনের প্রার্থী মেজর (অব.) আবদুল মান্নান। কিন্তু ইসি আপিল নামঞ্জুর করে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রেখেছে। এতে তিনি প্রার্থিতা হারিয়েছেন। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন তিনি।

গত ৩ ডিসেম্বর ঋণখেলাপির অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিবের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। 

আরও পড়ুন

×