কৃষি ও স্বাস্থ্য খাতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, অর্থমন্ত্রীকে রাষ্ট্রদূত

ফাইল ছবি
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২০ | ০৪:৩৬
করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। কৃষি ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে ফোনে আলাপকালে এ আশ্বাস দেন।
করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে ৩৪০ কোটি ডলার জরুরি সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার। ২০১৩ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি (অগ্রাধিকারযোগ্য বাজারে প্রবেশাধিকার) সুবিধা স্থগিত হয়েছে, যা এখন পর্যন্ত বহাল রয়েছে। করোনা মহামারির প্রভাবে আমাদের অর্থনীতি স্থবির হয়ে আছে। কাজেই আমি আশা করছি, যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারযোগ্য বাজারে প্রবেশাধিকার নিশ্চিত হলে বাংলাদেশ উপকৃত হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী অর্থনীতি থমকে গেছে। বাংলাদেশসহ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোকে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ মুহূর্তে সবচেয়ে জরুরি- মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা।
রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এ দুর্যোগ মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজ সময়োপযোগী ও প্রশংসনীয়।
রাষ্ট্রদূতকে ফোনে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি ও সমাজের ওপর কভিড-১৯ বিরূপ প্রভাব ফেলেছে। বিশেষ করে স্বাস্থ্য ও কৃষিতে। এ দুটি খাতে সহায়তার অনুরোধ করেন অর্থমন্ত্রী।
আলাপকালে রাষ্ট্রদূত ইউএস এপিম ব্যাংকের নতুন পণ্য সম্পর্কে অর্থমন্ত্রীকে অবহিত করেন। বাংলাদেশ সরকার চাইলে এ ব্যাংক থেকে ঋণ সহায়তা নিতে পারে বলেও জানান তিনি।