পানিসম্পদ প্রতিমন্ত্রীর সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩ | ১১:৫৮
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সহধর্মিণী লায়লা শামীমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
লায়লা শামীম ভারতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন।
- বিষয় :
- প্রধানমন্ত্রীর শোক
- শোক