হাসপাতালে ভর্তি মুনতাসীর মামুন

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২০ | ০০:০৭ | আপডেট: ০৪ মে ২০২০ | ০০:১১
করোনাভাইরাস সংক্রমণ সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের খ্যাতনামা ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মুনতাসীর মামুন।
রোববার রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন।
জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত সমকালকে জানান, মুনতাসীর মামুন মায়ের চিকিৎসা তত্ত্বাবধানের জন্য হাসপাতালে দৌড়াদৌড়ি করেন। এর মধ্যে সপ্তাহখানেক আগে নিজে থেকেই করোনা পরীক্ষা করান তিনি। তখন ফল নেগেটিভ এসেছিল। কিন্তু গত দু-তিন দিন থেকে তিনি বমিভাব, খাবারে অরুচি, কাশি ও শরীর দুর্বল অনুভব করছিলেন। জ্বরও এসেছিল। এ জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- বিষয় :
- করোনাভাইরাস
- মুনতাসীর মামুন