ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হুমকি-ধমকি, ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার চেষ্টা

হুমকি-ধমকি, ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার চেষ্টা

.

সমকাল অনলাইন

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪ | ০০:৪৭ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ | ০৫:১৩

ভোটের আগের দিন শনিবারও সারা দেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ভোট কিনতে টাকা বিতরণের সময় প্রার্থীর সমর্থকদের আটক করা হয়েছে। অনেক প্রার্থী ও অনুসারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। হুমকি-ধমকির ঘটনায় নৌকার প্রার্থীসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার চেষ্টা করায় এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নাটোরের সিংড়ায় ভোটের ব্যালট এজেন্টকে দেখিয়ে বাক্সে ফেলার নির্দেশ দিয়েছেন এক ইউপি সদস্য।

ময়মনসিংহ-৪ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট কিনতে গিয়ে জনতার হাতে আটকের পর তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের পক্ষে গতকাল বিকেলে নগরীর কৃষ্টপুর আদমজী এলাকায় যান তিন সমর্থক। ওই সময় জনতার হাতে তারা ২০ হাজার টাকাসহ ধরা পড়েন। বিষয়টি নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্ত ফেসবুকে পোস্ট করার পর সেখানে যান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। জিজ্ঞাসাবাদে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট কিনতে আসার কথা স্বীকার করেন সুতিয়াখালী এলাকার শফিকুল ইসলাম। পরে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জারিমানা করা হয়।

বগুড়া-৬ (সদর) আসনে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় দুই যুবককে আটক করেছেন স্থানীয়রা। গতকাল বেলা ১১টার দিকে শহরের নাটাইপাড়া থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা জব্দ করা হয়। আটক যুবকরা হলেন– বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার আবু তাহের (৪৫) ও দেবেক (৩৯)। তবে তারা কোন প্রার্থীর সমর্থক, তা জানা যায়নি। জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে বিজিবির সহযোগিতায় তাদের আটক দেখিয়ে থানা হেফাজতে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, আটক দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তারা কোন প্রার্থীর সমর্থক জিজ্ঞাসাবাদের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।

নাটোরের সিংড়ায় বুথে সিল মেরে এজেন্টকে দেখিয়ে তারপর ব্যালট ভাঁজ করে বাক্সে ফেলার নির্দেশ দিয়েছেন উপজেলার সুকাশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও নৌকার এজেন্ট মাহাবুর রহমান। ভোটারদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এই কাজটি করলে নৌকার বিজয় নিশ্চিত। তা না হলে ৭ তারিখের পর কিন্তু ৮ তারিখ সকাল হবে। এই জিনিসটা মাথায় রাখবেন।’

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শুকাস বাজারে নৌকার উঠান বৈঠকে তিনি এ বক্তব্য দেন। শুক্রবার রাতে এ বক্তব্যের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ আসনে নৌকার প্রার্থী ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী ও সাবেক দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। ইউপি সদস্য মাহাবুর রহমান আরও বলেন, ‘যারা নৌকায় ভোট দিতে দ্বিধাবোধ করবেন; অনুরোধ, সেন্টারে আসবেন না। যারা কাউয়া-চিলের এজেন্ট ঠিক করবেন, তারা সেন্টারে আসবেন না। ব্যালটে কাকে সিল মারবেন, এটা যেন এজেন্ট বুঝতে পারে।’ তবে মাহাবুর রহমান এ বক্তব্য দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

চট্টগ্রাম-১৫ আসনে ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার চেষ্টার অপরাধে ঈগল প্রতীকের সমর্থক এক যুবককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের চিববাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের সমর্থক মঈনুল ইসলাম নামের এক ব্যক্তি ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী তাঁকে ১ লাখ টাকা জরিমানা করেন। এ সময় তাঁর কাছ থেকে ৫ লাখ টাকা জব্দ করা হয়। মঈনুল উপস্থিত সবার সামনে স্বীকার করেন, এম এ মোতালেবের পক্ষে ভোটারদের মধ্যে বিতরণের উদ্দেশ্যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছিলেন। তবে আব্দুল মোতালেব বিষয়টি অস্বীকার করেন।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে ইসি। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত চিঠি চট্টগ্রামে জেলা ও পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর পাঠিয়েছেন ইসির উপসচিব (আইন) আব্দুছ সালাম। তবে বিষয়টি গতকাল প্রকাশ্যে আসে। জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক বলেন, ‘ইসির নির্দেশনা পেয়েছি। আমরা আদালতে মামলা করব।’ এই আসনে বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুনামগঞ্জের ধর্মপাশায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনসহ ছয়জনের বিরুদ্ধে ধর্মপাশা থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে ইসি। অন্য পাঁচজন হলেন– নুরে আলম নুরু, আবুল কাশেম, হাসেম, মোজাহিদ ও তোফায়েল। গত শুক্রবার ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এই চিঠি পাঠিয়েছেন ইসির উপসচিব (আইন) আব্দুছ সালাম। ধর্মপাশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হক গতকাল বিকেলে জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লালমনিরহাট-১ (হাতীবান্ধা ও পাটগ্রাম) আসনের এমপি ও নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের ব্যক্তিগত সহকারী আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে ইসি। আবু বক্কর সিদ্দিক হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান। স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের নির্বাচনী ক্যাম্প উদ্বোধনের সময় বাধা ও ভয়ভীতি দেওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়।

আচরণবিধি লঙ্ঘন করে বানিয়াচং উপজেলার কয়েকটি ইউনিয়নে প্রচার চালানোর দায়ে হবিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহিরকে গত শুক্রবার শোকজ করেছেন নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম দায়রা জজ জেরিন সুলতানা। সময় শেষ হলেও শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বানিয়াচংয়ের কয়েকটি ইউনিয়নে তিনি প্রচার চালান। এর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

সিরাজগঞ্জ-৬ আসনে আচরণবিধি লঙ্ঘনে শোকজ পাওয়া শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শাহ্‌ আযম ও নৌকার প্রার্থী চয়ন ইসলাম গতকাল জবাব দাখিল করেছেন। এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা শাহজাদপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত বরাবর লিখিত জবাবে তারা দুঃখ প্রকাশ করেছেন। গতকাল সন্ধ্যায় আদালতের বেঞ্চ সহকারী জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো, অফিস ও প্রতিনিধি]

 

 

আরও পড়ুন

×