১৬ ঘণ্টায় ১৪ ভোটকেন্দ্র ও তিন গাড়িতে আগুন

নির্বাচনের আগে শুক্রবার রাতে পুড়িয়ে দেওয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র- সমকাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪ | ০০:৫৬ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ | ০২:২৩
সংসদ নির্বাচন এবং বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতাল ঘিরে বিভিন্ন জেলায় নাশকতার খবর মিলেছে। এর মধ্যে চট্টগ্রাম, খুলনা, গাজীপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, টাঙ্গাইল, চাঁদপুর, বরগুনা, শরীয়তপুর, শেরপুর, নারায়ণগঞ্জে অন্তত ১৪টি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া আগের রাত থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে তিনটি যানবাহন। নাশকতার বিভিন্ন ঘটনায় আটক করা হয়েছে অন্তত ১০ জনকে। নরসিংদীতে নির্বাচনী বিবাদে এক ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলে। রাজবাড়ীর বালিয়াকান্দিতে সকালে ভোটকেন্দ্রের পাশে রণজিৎ কুমার নামে গ্রাম পুলিশের এক সদস্যের লাশ উদ্ধার হয়েছে।
গতকাল ফায়ার সার্ভিস সদরদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় ১৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ছয়টি যানবাহন ও ৯টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ গেছে চারজনের। এসব ঘটনার অধিকাংশই নাশকতা বলছে পুলিশ।
গতকাল ভোরে চট্টগ্রাম নগরীর বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের ধুপপুল এলাকার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে প্রধান শিক্ষকের কক্ষের আসবাবপত্র ও শিক্ষার্থীদের নতুন বই পুড়ে গেছে। সিএমপির উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা বলেন, ‘শিক্ষার্থীদের বিতরণের জন্য রাখা ৭০টি বই পুড়েছে। ভোটকেন্দ্রের কোনো সমস্যা হবে না।’
আগের রাতে গাজীপুর মহানগরের ১৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৮ নম্বর ওয়ার্ডের টিঅ্যান্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালিয়াকৈর উপজেলার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয়। এর মধ্যে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত। আগুনে চান্দনা বিদ্যালয়ের কয়েকটি কক্ষ ও টিঅ্যান্ডটি বিদ্যালয়ের ৯টি কক্ষ এবং বাঁশতলী অফিসকক্ষ পুড়ে গেছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভোটকেন্দ্র দুটিতে ভোট গ্রহণে সমস্যা হবে না।
ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলায়ও দুটি ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছে। পুলিশ জানায়, গফরগাঁও উপজেলার পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোর ৪টার দিকে আগুন দেওয়া হয়। স্কুলটির দপ্তরি কাম নৈশপ্রহরী আরিফুল ইসলাম তার বন্ধু সাব্বির আহমেদকে ডেকে এনে আগুন দেওয়ার সুযোগ করে দেয়। এ জন্য ঢাকা থেকে আসা বিএনপির এক নেতা আরিফকে দুই হাজার টাকা দিয়েছে। আরিফ ও সাব্বির আগুন দেওয়ার কথা স্বীকার করেছে। আগুনে স্কুলটির চারটি কক্ষ পুড়ে গেছে। অন্যদিকে নান্দাইলের সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে আগুন দেওয়া হয়। এতে স্কুলের তিনটি কক্ষ পুড়ে যায়। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে। তারা বিএনপির রাজনীতিতে জড়িত বলে দাবি পুলিশের। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, দুই কেন্দ্রে ভোট গ্রহণে সমস্যা হবে না।
এ ছাড়া হরতালের মধ্যে গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর নওমহল গরু খোঁয়াড় মোড় এলাকায় একটি প্রাইভেটকার ভাঙচুরের পর আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় লক্ষ্মীপুর বাজারসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শুক্রবার রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে স্কুলের বেঞ্চসহ সব আসবাব। এ ছাড়া কুমিল্লার নাঙ্গলকোটে গভীর রাতে উপজেলার মক্রবপুর ইউনিয়নের টুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভেতর ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় দেওভান্ডার বিদ্যালয়ের একটি কক্ষে আগুন ধরে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। একই রাতে ভোটকেন্দ্র ভেবে কান্দাল দাখিল মাদ্রাসায়ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ওই রাতেই কুমিল্লা নগরীর চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি কক্ষে অগ্নিসংযোগ ও নগরীর বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় গতকাল ছাত্রদলের এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সুনামগঞ্জের ধর্মপাশায় একটি ভোটকেন্দ্রসহ পৃথক তিনটি স্থানে রাতে আগুন দেওয়া হয়। রাত ৩টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ছাড়া সেলবরষ ইউনিয়নের মোদাহরপুর ও আহম্মদপুর গ্রামে তিনটি খড়ের গাদায় আগুন দেওয়া হয়। মধ্যনগর থানার ওসি মোহাম্মদ ইমরান হোসেন জানান, দ্রুত আগুন নেভানোর ফলে তেমন কোনো ক্ষতি হয়নি। সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজারসংলগ্ন পাগলা জামি’আ ইসলামিয়া মাদ্রাসার সামনে একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে হরতাল সমর্থকরা। পরে সড়কে টায়ার জ্বালিয়ে তারা পালিয়ে যায়।
সকাল ৯টার দিকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় পটুয়াখালী পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি কক্ষে। এ ঘটনায় সদর থানায় জিডি করেছেন প্রধান শিক্ষক রাহিমা মিমি। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলম জানান, এ ঘটনায় নির্বাচনের ওপর কোনো প্রভাব পড়বে না। একই দিন ভোরে জেলার দশমিনায় বাঁশবাড়িয়া গ্রামের শাহ কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দেয় অজ্ঞাতরা। এ ঘটনায় বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদল নেতা নজরুল ইসলাম মোল্লাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে আগুন দেওয়া হয় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বেশি ক্ষতি হয়নি। এ ছাড়া হরতাল পালনকালে গতকাল বিএনপি নেতাকর্মী পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে। শুক্রবার রাতেই আগুন দেওয়া হয় শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঘরিষার ইউনিয়নে চরমোহন সুরেশ্বর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। দ্রুত আগুন নেভানোয় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। টাঙ্গাইল পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে সকাল ৬টার দিকে আগুন দেওয়া হয় একটি পরিত্যক্ত ভবনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার। এ ছাড়া খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সামনে শুক্রবার রাতে কম্বলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা আগুন নিভিয়ে পুলিশে খবর দেন।
সকালে শেরপুর সদর উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয় অজ্ঞাতরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে স্কুলের কয়েকটি বেঞ্চ পুড়ে গেছে।
সিরাজগঞ্জে একটি ট্রাকে গতকাল ভোরে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল ওয়াদুত জানান, বগুড়াগামী সিমেন্টবোঝাই ট্রাকটি যান্ত্রিক ত্রুটির কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের নলকায় দাঁড়িয়ে ছিল। ভোরে কয়েকজন মুখোশধারী ট্রাকের ভেতর পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। প্রায় একই সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া ভোরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে মুখোশধারীরা আগুন দেয় বলে দাবি করেছেন গাড়ির মালিক শম্ভু চন্দ্র দাস। এ সময় গাড়িতে ঘুমিয়ে থাকা হেলপার খোকন মিয়া গুরুতর শম্ভু চন্দ্র দাস জানান, গাড়িটি নির্বাচনী কাজে নিয়োজিত ছিল। আজকে আবার নির্বাচনের কাজে যাওয়ার কথা ছিল। তবে ফায়ার সার্ভিসের বরাত দিয়ে চাঁদপুর সদর থানার ওসি শেখ মুহসীন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুন লেগেছে।
এদিকে, পিরোজপুর-১ আসনের ইন্দুরকানীতে নৌকার প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলায় দু’জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার হোগলাবুনিয়ায় এ ঘটনা ঘটে। ঘটনার জন্য উভয় প্রার্থীর সমর্থকরা পরস্পরকে দায়ী করেছেন। ঈগল মার্কার সমর্থক পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মহসীন হাওলাদার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। একই রাতে ফেনী-৩ আসনে দাগনভূঞা উপজেলার সেকান্দরপুর গ্রামে তৃণমূল বিএনপির প্রার্থী আজিম উদ্দিন আহমদের প্রধান নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে অজ্ঞাতরা। এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলিও করা হয় বলে জানান স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রার্থী আজিম উদ্দিন জানান, হামলার বিষয়ে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানার ওসিকে লিখিতভাবে জানিয়েছেন।
ফেনীর সোনাগাজীতে চরসাহবিকারী হাই স্কুল বিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় মামলা করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়ের উল্লাহ। পুলিশ এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের পিয়ন আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের যোগদান করা নিয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সঙ্গে তাঁর দ্বন্দ্ব বাধে। এ নিয়ে পিয়ন আবু বক্করকে দিয়ে এই আগুন লাগানোর কাজ করিয়েছে একটি পক্ষ।
বগুড়ায় গতকাল সকালে হরতালের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া বগুড়া-৫ আসনের শেরপুরে আওয়ামী লীগ প্রার্থী মজিবর রহমান মজনুর প্রধান নির্বাচনী কার্যালয়ের পাশে গতকাল বিকেলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। নাটোর-৩ আসনে বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের (ঈগল) এক নির্বাচনী এজেন্টকে হাতুড়িপেটার অভিযোগে মকবুল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে কলম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মকবুল নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কর্মী বলে এলাকায় পরিচিত।
হবিগঞ্জে জেলা নির্বাচন অফিসসহ শহরের বিভিন্ন স্থানে গতকাল সন্ধ্যার পর বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী অফিস। আগুন দেওয়া হয় দুটি মোটরসাইকেলে। খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। একই সন্ধ্যায় গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির প্রধান নির্বাচনী ক্যাম্প ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের পেছনে গতকাল সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বালিয়াকান্দিতে ভোটকেন্দ্রের পাশে গ্রাম পুলিশের লাশ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর চরআড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে রণজিৎ কুমার দে (৪০) নামে গ্রাম পুলিশের এক সদস্যের লাশ পাওয়া গেছে। গতকাল সকালে বিদ্যালয়ের পেছনে বাথরুমের পাশ থেকে ইউনিফর্ম পরা রণজিতের মৃতদেহ উদ্ধার করা হয়। রণজিৎ কুমার দে বালিয়াকান্দি সদর ইউনিয়নের চরআড়কান্দি দাসপাড়ার মৃত শীবেন্দ্র নাথ দের ছেলে।
নিহতের স্ত্রী রিতা দে জানান, নির্বাচনের দায়িত্ব পালনের জন্য শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান তাঁর স্বামী। চরআড়কান্দি বিদ্যালয়ের নৈশপ্রহরী ইউসুফ হোসেন জানান, রাতে রণজিৎ ও তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। রাত ৩টার দিকে রণজিৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হন। এরপর প্রায় ৩০ মিনিট পরও না আসায় তিনি পাশে অবস্থিত হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি ইলিয়াস শেখকে ডেকে তোলেন। পরে মাদ্রাসার শিক্ষার্থীরাসহ খোঁজাখুঁজির পর ভোর ৪টার দিকে রণজিতের মৃতদেহ দেখতে পান তারা।
বালিয়াকান্দি থানার ওসি আলমগীর হোসেন জানান, তারা বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছেন। জেলা পুলিশ সুপারের বিশেষ নির্দেশনা রয়েছে। এ নিয়ে ভোটকেন্দ্র ও ভোটারদের মধ্যে কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছেন ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম।
নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে টাইম বোমা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় শুক্রবার রাতে বেঙ্গল পরিবহন নামে একটি বাসের ভেতরে পেট্রোল বোমাসদৃশ বস্তু দেখে পুলিশে খবর দেন যাত্রীরা। সঙ্গে সঙ্গে ঢাকা থেকে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট এসে বাসটির একটি সিটের পেছন থেকে বোমাটি উদ্ধার করে। তারা পরীক্ষা করে জানায়, এটি টাইম বোমা ছিল। পরে বোমাটি নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, উদ্ধার হওয়া বস্তুটি টাইম বোমা ছিল। যে কোনো সময় এটি বিস্ফোরিত হতে পারত।
ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে মন্ত্রিপুত্রের গুলি
নরসিংদী-৪ আসনের মনোহরদীতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় চন্দনবাড়ী ইউপি চেয়ারম্যান আবদুর রউফ হিরনকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি করেন নৌকার প্রার্থী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি। সাদি ও তাঁর সহযোগীরা ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পও ভাঙচুর করেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দনবাড়ী ইউপি চেয়ারম্যান আবদুর রউফ হিরনের বাড়িসংলগ্ন ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) নূর উদ্দিন খানের ভাতিজা সাইফুল ইসলাম খান বীরু বলেন, গুলিতে চেয়ারম্যান হিরনের কিছু না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই সাংবাদিকদের ডেকে নিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, সাদি এবং আমাদের কেউ এ ঘটনা ঘটায়নি। তারা নিজেরা গুলির ঘটনা ঘটিয়ে নৌকার লোকজনের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।
নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, অন্ধকারের মধ্যে কে বা কারা গুলি করেছে, তা এখনও নিশ্চিত নই। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতা]