ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ এ বছরই শেষ হবে: সেতুমন্ত্রী

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ এ বছরই শেষ হবে: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪ | ১৭:৩৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি বছরের মধ্যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হবে। এর নির্মাণ কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশে যান চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের কাজ ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন করা হবে।  
মঙ্গলবার দুপুরে বনানীতে সেতু ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুতে দৈনিক ২ কোটি টাকা টোল আদায় হচ্ছে। এ সেতুতে যানবাহন চলাচল থেকে এ পর্যন্ত টোল আদায় হয়েছে ১ হাজার ২৫২ কোটি টাকা।

চলতি বছরে জুনের মধ্যেই গাজীপুরে বিআরটিএ প্রকল্পের কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী।
 

আরও পড়ুন

×