ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নির্ধারিত সময়ে বিমান ছাড়তে হবে: ফারুক খান

নির্ধারিত সময়ে বিমান ছাড়তে হবে: ফারুক খান

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪ | ২০:৪১ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ | ২১:৫৮

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, বিমানের রাজস্ব আয় ও যাত্রী সেবার মান বাড়াতে হবে। নির্ধারিত সময়ে বিমান ছাড়তে হবে এবং যাত্রীদের লাগেজ সময়মত ডেলিভারির ব্যবস্থা করতে হবে। 

সোমবার বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তর ও বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে সংস্থা দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।

এসময় বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এমডি (সিইও) মো. শফিউল আজিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মন্ত্রী বলেন, বাংলাদেশে এভিয়েশন শিল্পের বাজার ক্রমাগত বাড়ছে। বর্ধিত বাজারের সুবিধা গ্রহণ করতে হবে। বেবিচকের রাজস্ব আয় আরও বাড়াতে সবাইকে কাজ করতে হবে। ভবিষ্যতে যেন বেবিচক তাদের রাজস্ব আয় থেকেই সব উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম হয়। 

বিমানবন্দর ভিত্তিক সব সেবা ডিজিটাইজড করার নির্দেশনা দেন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। তিনি বলেন, সেবা ডিজিটাইজড হলে যাত্রীরা সহজে সেবা পায় এবং তাদের দুর্ভোগ কমে আসে। বিমানবন্দরগুলোর নিরাপত্তা আন্তর্জাতিক মান ধরে রাখতে সব ধরনের ব্যবস্থা নিতে হবে।  

আরও পড়ুন

×