ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

‘ওসি আনোয়ারের’ ফাঁদে ৭৭১ নারী

‘ওসি আনোয়ারের’ ফাঁদে ৭৭১ নারী

গ্রেপ্তার আনোয়ার হোসেন। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪ | ২২:০৪

আনোয়ার হোসেন, পড়ালেখা টেনেটুনে পঞ্চম শ্রেণি পর্যন্ত। কাজ করে গাইবান্ধার একটি ছাপাখানায়। ডিগ্রির দৌড়ে না এগোলেও সিদ্ধহস্ত সাইবার প্রতারণায়। রাষ্ট্রপতি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে, পরে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে অর্থ।

রাজধানীর তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন সেজে এমন প্রতারণা করতে গিয়ে ধরা পড়ে আনোয়ার। শুক্রবার তেজগাঁও থানা পুলিশ তাকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করে। অবশ্য তার আগেই ওসি মহসীনের নামে খোলা ফেসবুক আইডি থেকে ৭৭১ নারীর সঙ্গে আলাপ জমিয়েছে আনোয়ার।

শনিবার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

ডিএমপির যুগ্ম কমিশনার লিটন কুমার সাহা বলেন, আনোয়ার ফেসবুকসহ অনলাইনের বিভিন্ন আইডির সমস্যা সমাধান করে গাইবান্ধায় স্থানীয়দের কাছে ‘মাস্টার’ খেতাব পায়। ইউটিউব দেখে ফেসবুকের বিভিন্ন কলাকৌশল শিখে সে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি ব্যবহার করে হুবহু ফেসবুক আইডি খুলত। এর পর মেসেঞ্জারে নারীদের সঙ্গে যোগাযোগ করে প্রেমের সম্পর্ক গড়ত। এক পর্যায়ে আপত্তিকর ছবি চেয়ে নিয়ে তা ব্যবহার করে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নিত। হোয়াটসঅ্যাপে নারীদের সঙ্গে আনোয়ার কথা বললেও কখনও ভিডিও কলে হাজির হতো না। কেউ দেখতে চাইলে কিংবা সন্দেহের কথা বলা মাত্র ব্লক করত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীনের ফেসবুক আইডির অনুরূপ ছবি ও ভিডিও ব্যবহার করে ভুয়া আইডি খোলে আনোয়ার। সেই আইডি থেকে ওসি মহসীন সেজে বিভিন্ন নারীর সঙ্গে কথোপকথন করত। আপত্তিকর কথাবার্তা ছাড়াও ছবি আদান-প্রদান করত। অনেকের কাছ থেকে টাকাও দাবি করে। এ ব্যাপারে ওসি মহসীন গত ৫ সেপ্টেম্বর মিরপুর থানায় জিডি এবং ২২ জানুয়ারি তেজগাঁও থানায় মামলা করেন। ওই মামলায় শুক্রবার আনোয়ারকে গাইবান্ধার স্টেশন রোডের দাশ বেকারি মোড়ের ইসলাম প্রিন্টিং প্রেস থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, শিক্ষার্থী, গৃহিণী, প্রবাসী, মডেল– সবাই আছে আনোয়ারের ভুয়া আইডির বন্ধু তালিকায়। রাষ্ট্রপতির নাম ব্যবহার করে ভুয়া আইডি খুলেছে সে। বিভিন্ন মন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চিত্রনায়কদের নামেও ফেসবুক আইডি চালিয়ে এসেছে আনোয়ার।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কোনো তরুণীর ফেসবুকের সমস্যা সমাধান করে দেওয়ার সময় আনোয়ার বিশেষ কৌশলে পাসওয়ার্ড রেখে দিত। পরে সেই আইডি নিজে ব্যবহার করত।

তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন বলেছেন, আনোয়ারকে শনিবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে বিচারক দু’দিন মঞ্জুর করেছেন। প্রতারণার বিষয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন

×