ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশ পেল স্মারকগ্রন্থ ‘চেতনায় বঙ্গবন্ধু’

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশ পেল স্মারকগ্রন্থ ‘চেতনায় বঙ্গবন্ধু’

বইমেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শনের সময় গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪ | ২০:৩৯

যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর বিশেষ স্মারকগ্রন্থ ‘চেতনায় বঙ্গবন্ধু’। এতে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেছেন দেশবরেণ্য কবি-সাহিত্যিকরা।

‘চেতনায় বঙ্গবন্ধু’ গ্রন্থটি এবারের অমর একুশে বইমেলায় যুবলীগের স্টলে ও বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে পাওয়া যাচ্ছে। শুভেচ্ছা মূল্য এক হাজার টাকা।

স্মারকগ্রন্থটির সম্পাদক ও প্রকাশক যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও নির্বাহী সম্পাদক যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সম্পাদনা পর্ষদে রয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শেখ নবীরুজ্জামান বাবু।

‘চেতনায় বঙ্গবন্ধু’ গ্রন্থের সম্পাদকীয়তে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ লিখেছেন, ‘শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির চেতনার ধমনীতে প্রবাহিত শুদ্ধতম নাম, ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি। তিনি বাঙালির হাজার বছরের চেতনাকে ধারণ ও লালন করেছেন। বঙ্গবন্ধু আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তাঁর কর্ম, নীতি, আদর্শ ও দর্শন বেঁচে থাকবে অনন্তকাল।'

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বইমেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শনের সময় ‘চেতনায় বঙ্গবন্ধু’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। এ সময় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদাসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×