ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

তরুণীর ফোনে উদ্ধার হলেন তারা তিনজন

তরুণীর ফোনে উদ্ধার হলেন তারা তিনজন

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:১৬ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:১৮

তারা তিনজন বসবাস করেন ঢাকার ডেমরায়। ভারতে কাজ দেওয়ার কথা বলে মুন্নী নামের এক নারীর মাধ্যমে তিন দিন আগে বুধবার ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর ইউনিয়নের জলুলী গ্রামে যান। এরপর থেকে একটি বাড়িতে তিন দিন ধরে আটকে রয়েছেন। 

এমন তথ্য জানিয়ে শনিবার রাত দুইটায় একজন নারী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান। তিনি জানান, তাঁর বয়স ২৫ বছর। সঙ্গে থাকা অন্য দুইজনের বয়স ২২ ও ৪০ বছর। যেকোনো সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হতে পারে। তাই তাদের দ্রুত উদ্ধারে তিনি সহায়তার অনুরোধ জানান। 

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মমিনুর রহমান। তাৎক্ষণিকভাবে ঝিনাইদহের মহেশপুর থানায় ঘটনাটি জানিয়ে তাদের দ্রুত উদ্ধারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরে ৯৯৯ পুলিশ ডেসপাচার এসআই মহিউদ্দিন মুন্না কলার ও উদ্ধার সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার খোঁজখবর নেন। মহেশপুর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই তিন নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে তিনজনকে তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।  

মহেশপুর থানার উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া এসআই শরীফুজ্জামান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 

আরও পড়ুন

×