ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাজা বাতিল চান পি কে হালদারের দুই সহযোগী

হাইকোর্টে আপিল 

সাজা বাতিল চান পি কে হালদারের দুই সহযোগী

হাইকোর্ট। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩:০৮

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা পাচারের মামলায় সাজাপ্রাপ্ত প্রশান্ত কুমার (পি কে) হালদারের দুই সহযোগী হাইকোর্টে আপিল করেছেন। তারা হলেন– পি কে হালদারের বান্ধবী অনিন্দিতা মৃধা ও তাঁর বাবা সুকুমার মৃধা। আপিলে তারা নিজেদের সাজা বাতিল চেয়েছেন। হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদের নেতৃত্বে গঠিত বেঞ্চে এ আপিল দায়ের করা হয়েছে। 

রোববার তাদের আপিলের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তারা বর্তমানে কারাগারে। 

খুরশীদ আলম বলেন, আদালত মাত্র সাত বছর করে তাদের সাজা দিয়েছেন। দুদক বিষয়টি পরীক্ষা করছে সাজা বাড়ানো যায় কিনা– এ ধরনের আবেদন করার জন্য। এখানে অর্থ পাচারের অনেক বিষয় জড়িত। এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গে পি কে হালদারের বিষয়ে চলমান বিচার শেষে তাঁকে দেশে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেছেন দুদক আইনজীবী।

৪২৫ কোটি ৭৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও  অর্থ পাচারের দায়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারকে গত বছরের ৮ অক্টোবর ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ আদালত। সেই সঙ্গে তাঁর ১৩ সহযোগীকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। 

আরও পড়ুন

×